Posts

Showing posts from May, 2025

স্বত্বাধিকার নীতি (Copyright Policy) Md. Ariful Islam - এর সাহিত্যকর্ম সংরক্ষণ ও ব্যবহারবিধি

Image
স্বত্বাধিকার নীতি (Copyright Policy) Md. Ariful Islam - এর  সাহিত্যকর্ম সংরক্ষণ ও ব্যবহারবিধি ১. মেধাস্বত্ব ও মালিকানা: এই সাহিত্যকর্মের সমস্ত স্বত্ব ও মালিকানা একমাত্র মোঃ আরিফুল ইসলাম-এর (Md. Ariful Islam) কাছে সংরক্ষিত। এটি লেখকের মৌলিক মেধা ও সৃজনশীলতার ফল, যা কপিরাইট আইনের আওতায় সম্পূর্ণরূপে সুরক্ষিত। ২. বাণিজ্যিক ব্যবহারে নিষেধাজ্ঞা: লেখকের লিখিত অনুমতি ব্যতীত এই রচনার সম্পূর্ণ বা আংশিক কোনো অংশ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, মুদ্রণ, পরিবেশন, প্রকাশনা বা বিপণন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এর কোনো ব্যত্যয় আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। ৩. ব্যক্তিগত ও অ-বাণিজ্যিক ব্যবহারে শর্ত: যথাযথভাবে লেখকের নাম, কৃতিত্ব ও মূল উৎস উল্লেখ করার শর্তে এটি সামাজিক মাধ্যমে বা অন্য অ-বাণিজ্যিক মাধ্যমে শেয়ার করা যেতে পারে। তবে রচনার ভাষা, ভাব, সৌন্দর্য বা কাঠামো বিকৃত করে উপস্থাপন করা যাবে না। ৪. পরিবর্তন, কাটা-ছেঁড়া ও পুনরায় প্রকাশ: এই সাহিত্যকর্মের কোনো অংশ পরিবর্তন, সম্পাদনা, সংক্ষেপণ কিংবা পুনঃপ্রকাশ করতে হলে অবশ্যই লেখকের পূর্বানুমতি নিতে হবে। অনুমতি ছাড়া এমন কোনো কাজ করলে তা কপিরাইট আইনের পরি...