প্রতিবাদী চেতনা: "কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা"



প্রশ্ন উঠেছে কেন আমাদের ভাইয়ের লাল রক্তে রঙিন হচ্ছে এই দেয়ালগুলো? কেন ঝরছে আমাদের ভাইয়ের রক্ত? আজ আমরা বলতে চাই, "কোটা সংস্কার চাই। মেধা হোক সবচেয়ে বড় কোটা।"


আমরা যে দেশে বাস করি, সে দেশের ইতিহাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলন স্মরণীয়। সালাম, রফিক, শফিক, বরকত এবং আরও অনেকেই মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন দিয়েছেন। আজ আমরা শিক্ষিত জাতি হিসেবে ২০২৪ সালে দাঁড়িয়ে সেই স্মরণীয় দিনগুলোর মতোই লড়াই করছি। তবে এবার আমাদের দাবি হলো কোটা বিহীন মেধাবী জাতি গড়ার।


আমরা মেধাকেই তৈরি করব সবচেয়ে বড় কোটা। আমরা থেমে যাব না। শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়ে যাব। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি আমাদের অনুপ্রাণিত করে:


❝মহা - বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না- বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত।❞  

 — কাজী নজরুল ইসলাম।



এখন সময় এসেছে, আমাদের বিদ্রোহী চেতনাকে জাগিয়ে তোলার। আমাদের মেধা আর প্রতিভা যেন অবমূল্যায়িত না হয়। আমরা চাই, প্রতিযোগিতা হোক মেধার ভিত্তিতে, কোটার ভিত্তিতে নয়। আমাদের সাহস আর অঙ্গীকার কোনোদিন নত হবে না।


লেখাঃ আরিফুল ইসলাম জিদান 



#Save_Bangladeshi_students

#ALjazerra

#Bbcnews #CNN #TheWashingtonPost

#TheNewYorkTimes #TheGuardian

#BBC #AlJazeeraEnglish #TheWallStreetJournal

#CNBC #DhruvRathee #UnitedNations #NewYorkTimesOpinion

#ABCNews #NewYorkPost #ProjectNightfall

#AbhiandNiyu #QuotaReformProtest

Comments

Popular posts from this blog

স্বত্বাধিকার নীতি (Copyright Policy) Md. Ariful Islam - এর সাহিত্যকর্ম সংরক্ষণ ও ব্যবহারবিধি

Rain of Missiles (A piece written in dedication to the people of Gaza, Palestine)

বিষাদময় শূন্য হৃদয়ের প্রত্যাবর্তন