Posts

Showing posts from August, 2024

বন্যা ত্রাণ কার্যক্রম না বন্যা ট্যুর?

Image
বন্যা ত্রাণ কার্যক্রম না বন্যা ট্যুর? বন্যা পরিস্থিতি মোকাবিলায় অনেকেই নিজ উদ্যোগে ত্রাণ সহায়তা সংগ্রহ করে দুর্গত এলাকায় যাচ্ছেন। তবে, এ উদ্যোগের মধ্যেও কিছু ভুল ধারা পরিলক্ষিত হচ্ছে, যা অত্যন্ত বিব্রতকর। উদাহরণস্বরূপ, এক ধরনের মানুষ ৫০ হাজার টাকা সংগ্রহ করে ৬ জনের একটি দল নিয়ে বন্যাক্রান্ত এলাকায় যান। যাওয়া-আসা এবং থাকা-খাওয়ার জন্য তারা ২০ হাজার টাকা খরচ করেন এবং বাকি ৩০ হাজার টাকা ত্রাণ সহায়তা হিসেবে প্রদান করেন। এই ধরনের কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রে মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় এবং তা অত্যন্ত বিরক্তিকর। এ দেশে অসংখ্য ট্রাস্টেড তহবিল এবং সংস্থা আছে, যারা দীর্ঘদিন ধরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এই তহবিলগুলোতে সরাসরি টাকা দিলে তা আরও কার্যকরভাবে ব্যবহৃত হতে পারতো। কিন্তু কিছু মানুষ নিজেরা গিয়ে সেই তহবিলের পরিবর্তে নিজের ইচ্ছাপূরণে ব্যস্ত। এতে করে মূল উদ্দেশ্য ত্রাণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। যদি সত্যিই কাউকে সাহায্য করতে যেতে হয়, তবে যাওয়া-আসা, থাকা এবং খাওয়ার খরচ নিজেদের বহন করা উচিত। অন্যথায়, সংগ্রহকৃত টাকা নির্ভরযোগ্য তহবিল বা যারা ইতিমধ্যে সেখানে কাজ করছে, তাদের কাছে হস্তান্ত...

এই অদম্য জাতিকে দমাবেন কিভাবে? | আগস্ট ২০২৪

Image
বন্যাকবলিত এলাকায় দেখা যায় বিশুদ্ধ পানির অভাব   সম্প্রতি বাংলাদেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উপকূলীয় এলাকায় একটানা ভারী বৃষ্টিপাত এবং ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ দেশের বেশ কিছু অঞ্চল বন্যায় তলিয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। বন্যার পানি জনজীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। সরকারের পাশাপাশি, স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং সাধারণ মানুষ এ বিপদ মোকাবিলায় এগিয়ে এসেছে। মানবিক সম্প্রীতির উদাহরণ এই বন্যায় বাংলাদেশে একটি অনন্য সম্প্রীতির উদাহরণ দেখা যাচ্ছে। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সেটা কেউ দেখছে না; সবাই একত্রে এগিয়ে আসছে। বন্যার্তদের জীবন বাঁচাতে এবং সহযোগিতার জন্য চট্টগ্রাম থেকে শতশত ট্রাকে এবং লরি করে ছোট বড় ইঞ্জিন চালিত কয়েকশত বোট নিয়ে তরুণরা ছুটে চলছে বন্যাকবলিত এলাকায়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, দল-মত নির্বিশেষে, সকল মানুষ এই সংকট মোকাবিলায় এগিয়ে আসছে।  নিজ খরচে স্ব উদ্যোগে এগিয়ে আসা এই সংকটময় মুহূর্তে নিজ খরচে স্ব উদ্যোগে নিজের জীবনের মায়...