বন্যা ত্রাণ কার্যক্রম না বন্যা ট্যুর?
বন্যা পরিস্থিতি মোকাবিলায় অনেকেই নিজ উদ্যোগে ত্রাণ সহায়তা সংগ্রহ করে দুর্গত এলাকায় যাচ্ছেন। তবে, এ উদ্যোগের মধ্যেও কিছু ভুল ধারা পরিলক্ষিত হচ্ছে, যা অত্যন্ত বিব্রতকর। উদাহরণস্বরূপ, এক ধরনের মানুষ ৫০ হাজার টাকা সংগ্রহ করে ৬ জনের একটি দল নিয়ে বন্যাক্রান্ত এলাকায় যান। যাওয়া-আসা এবং থাকা-খাওয়ার জন্য তারা ২০ হাজার টাকা খরচ করেন এবং বাকি ৩০ হাজার টাকা ত্রাণ সহায়তা হিসেবে প্রদান করেন। এই ধরনের কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রে মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় এবং তা অত্যন্ত বিরক্তিকর।
এ দেশে অসংখ্য ট্রাস্টেড তহবিল এবং সংস্থা আছে, যারা দীর্ঘদিন ধরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এই তহবিলগুলোতে সরাসরি টাকা দিলে তা আরও কার্যকরভাবে ব্যবহৃত হতে পারতো। কিন্তু কিছু মানুষ নিজেরা গিয়ে সেই তহবিলের পরিবর্তে নিজের ইচ্ছাপূরণে ব্যস্ত। এতে করে মূল উদ্দেশ্য ত্রাণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।
যদি সত্যিই কাউকে সাহায্য করতে যেতে হয়, তবে যাওয়া-আসা, থাকা এবং খাওয়ার খরচ নিজেদের বহন করা উচিত। অন্যথায়, সংগ্রহকৃত টাকা নির্ভরযোগ্য তহবিল বা যারা ইতিমধ্যে সেখানে কাজ করছে, তাদের কাছে হস্তান্তর করা শ্রেয়।
মনে রাখা উচিত, একজনের যাওয়া-আসা এবং থাকা-খাওয়ার খরচে একটি পরিবারের খাবারের ব্যবস্থা করা সম্ভব। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে, কি করে সবচেয়ে কার্যকরভাবে ত্রাণ সহায়তা করা যায়, তা ভেবে দেখা উচিত। এটি শুধুমাত্র দুর্গত মানুষদের জন্যই নয়, বরং আমাদের মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
Md Ariful Islam is the author of this report!
লেখাঃ আরিফুর ইসলাম জিদান
আগস্ট ২০২৪

Comments
Post a Comment