এই অদম্য জাতিকে দমাবেন কিভাবে? | আগস্ট ২০২৪




বন্যাকবলিত এলাকায় দেখা যায় বিশুদ্ধ পানির অভাব  

সম্প্রতি বাংলাদেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উপকূলীয় এলাকায় একটানা ভারী বৃষ্টিপাত এবং ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ দেশের বেশ কিছু অঞ্চল বন্যায় তলিয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। বন্যার পানি জনজীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। সরকারের পাশাপাশি, স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং সাধারণ মানুষ এ বিপদ মোকাবিলায় এগিয়ে এসেছে।


মানবিক সম্প্রীতির উদাহরণ

এই বন্যায় বাংলাদেশে একটি অনন্য সম্প্রীতির উদাহরণ দেখা যাচ্ছে। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সেটা কেউ দেখছে না; সবাই একত্রে এগিয়ে আসছে। বন্যার্তদের জীবন বাঁচাতে এবং সহযোগিতার জন্য চট্টগ্রাম থেকে শতশত ট্রাকে এবং লরি করে ছোট বড় ইঞ্জিন চালিত কয়েকশত বোট নিয়ে তরুণরা ছুটে চলছে বন্যাকবলিত এলাকায়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, দল-মত নির্বিশেষে, সকল মানুষ এই সংকট মোকাবিলায় এগিয়ে আসছে। 


নিজ খরচে স্ব উদ্যোগে এগিয়ে আসা

এই সংকটময় মুহূর্তে নিজ খরচে স্ব উদ্যোগে নিজের জীবনের মায়া ত্যাগ করে অসংখ্য মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কর্ণফুলি শিপিং থেকে স্পিড বোট সরবরাহ করা হচ্ছে, ফুয়েল স্টেশন থেকে বিনামূল্যে তেল দেওয়া হচ্ছে, একুশে এক্সপ্রেস বাসে ত্রাণ কর্মীদের যাতায়াতের ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছে। এমনকি প্রবাসীরা হেলিকপ্টার সেবা বিনামূল্যে সরবরাহ করছে। মোবাইল অপারেটর কোম্পানিগুলোও ফ্রি নেট/মিনিট সেবা চালু করেছে এবং চার্জের জন্য টাওয়ার কর্তৃপক্ষও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 


ভারতের অমানবিক আচরণ ও প্রতিবাদ

ভারত কোন সতর্কবার্তা ছাড়াই বাঁধ খুলে দেওয়ার কারণে এই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতের এই অমানবিক আচরণের তীব্র নিন্দা জানাই। এমন পরিস্থিতিতে, সরকারের পাশাপাশি দেশের আপামর তরুণ সমাজকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে। 


সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান

বন্যার্তদের রক্ষা করতে নৌবাহিনী ও সেনাবাহিনী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষও এগিয়ে আসছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে এবং বন্যা মোকাবিলায় সকলেই সহযোগিতা করছে।


বাংলাদেশের অদম্য জাতি

এই জাতিকে কেমনে দমাবেন? সম্মিলিত ও ব্যক্তিগত উদ্যোগে নৌকা, স্পিড বোট, হেলিকপ্টারসহ নানা ব্যবস্থাপনায় বন্যার্তদের সাহায্য করা হচ্ছে। এই অদম্য জাতি যে কোনো বিপদে মাথা নত করে না; বরং সম্মিলিতভাবে তা মোকাবিলা করে। 

উপসংহার

বিপদও নিয়ামত যদি তা রবকে স্মরণ করায় এবং বন্ধুবেশী শত্রুকে চিনিয়ে দেয়। সম্প্রীতির এই বাংলাদেশে সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসুন। আল্লাহ আমাদের সকল ভাই-বোনদের রক্ষা করুন।


লেখাঃ আরিফুল ইসলাম জিদান 

আগস্ট ২০২৪ 

Comments

Popular posts from this blog

স্বত্বাধিকার নীতি (Copyright Policy) Md. Ariful Islam - এর সাহিত্যকর্ম সংরক্ষণ ও ব্যবহারবিধি

Rain of Missiles (A piece written in dedication to the people of Gaza, Palestine)

বিষাদময় শূন্য হৃদয়ের প্রত্যাবর্তন